দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড: সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড ও ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যে কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সেই কারখানায় দীর্ঘদিন ধরে আইন মানা হয়নি। প্রাণহানির জন্য মূলত সরকার ও মালিকপক্ষের অবহেলাই দায়ি। এটা নিছক দুর্ঘটনা নয়, এটা সরকার ও মালিকপক্ষের অবহেলাজনিত হত্যাকাণ্ড। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দুর্ঘটনা কবলিত কারখানায় এখনও অনেকে আটকা পড়ে আছে, অনেকের লাশ চাপা পড়ে আছে। উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। উদ্ধারকাজের গতি বাড়াতে হবে। নেতৃবৃন্দ বিবৃতিতে হত্যাকাণ্ডের জন্য দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির সঙ্গে আহতদের চিকিৎসা এবং আহত-নিহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান। দুর্ঘটনাস্থলে সিপিবি’র প্রতিনিধি দল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল গত ১০ সেপ্টেম্বর টঙ্গীতে দুর্ঘটনাস্থলে যান। প্রতিনিধি দলের সদস্যরা আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরো ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাড. মণ্টু ঘোষ, কমরেড কাজী রুহুল আমিন, কমরেড জলি তালুকদার, কমরেড সাদেকুর রহমান শামীম।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..