বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কার্যনির্বাহী কমিটির সভা গত ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা কমিটির সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী। আরও উপস্থিত ছিলেন সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, রামপ্রসাদ রায়, ভবেশ রায়, প্লাবন পাল বাধন, জামাল হোসেন, রাজন ফকির, মো. নুরুজ্জামান, নাভিদ আহমেদ সাম্য প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বেকার ভাতা চালু, চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার বাতিল, জেলা শহরে চাকুরির পরীক্ষার ব্যবস্থা করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..