পাবনায় কৃষক সমিতির কর্মীসভা
বাংলাদেশ কৃষক সমিতি পাবনা জেলা কমিটির উদ্যেগে গত ৮ ফেব্রুয়ারি বিকালে আটঘড়িয়া সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্ত্বরে পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডলের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসাবে আলোচনা করেন কৃষক সমিতির সদস্য হুমায়ন কবির। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব, মীর আব্দুল হাই, আবুল কাশেম, আলতাফ হোসেন, সুজন খন্দকার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ২৯ শে ফেব্রুয়ারি রাজশাহী বরেন্দ্র কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Login to comment..