আইনজীবীদের সমস্যা সমাধানে আন্দোলন গড়তে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সভা গত ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাড. এম এ তাহের। সভায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. হাসান তারিক চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রসুল মামুন, অ্যাড. মূরলী ধর দাস, অ্যাড. বিমল শীল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. মো. আলী আজম, অ্যাড. সন্দীপ রায়, অ্যাড. মানিক কুমার মজুমদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের বিজ্ঞ আইনজীবীগণ আজ চরম অবহেলিত। নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে পেশাগত ক্ষেত্রে আইনজীবীগণ আজ অস্তিত্ব সংকটে। সর্বোপরি রাষ্ট্র আইনজীবীগণের এই সংকট নিরসনে কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করছে না। তাই আইনজীবীদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..