খুলনায় বামজোটের কর্মীসভায় রুহিন হোসেন প্রিন্স

ভোটাধিকার হরণ করে সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

খুলনা প্রেসক্লাবে বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স
একতা প্রতিবেদক : খুলনায় বাম জোটের প্রতিনিধি সভায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রাষ্ট্রীয় উদ্যোগে আধুনিকায়ন করে পাটকল চালু, শ্রমিক কর্মচারীদের সমুদয় বকেয়া পরিশোধ সহ এ অঞ্চলসহ সারাদেশে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকার ব্যাক্তি, গোষ্ঠী ও দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষায় ব্যাস্ত। সরকার পাটকল চালুসহ কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ, জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ও বিভিন্ন এলাকায় সৌন্দর্য বর্ধনের নামে বিকল্প সংস্থান ছাড়া রিকশা, হকার উচ্ছেদ, আর্থিক সংকটের কথা বলে বিনা নোটিশে চাকরিচ্যুতি, চাকরি ছাড়তে বাধ্য করার পরিবেশ তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, আর সরকার নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। সরকারি অনেক পদ খালি রয়েছে, অথচ নিয়োগ দেওয়া হচ্ছে না। এ সময় সরকার কাজ দিতে না পারলেও স্ব-স্ব কর্মসংস্থান সৃষ্টিকারীদের উচ্ছেদ করে দেশে নতুন করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে, যার দায় সরকারকেই নিতে হবে।’ সরকারি তথ্যই বলছে, দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ নিষ্ক্রিয়। এরা পড়াশোনায় নেই, কর্মসংস্থানে নেই; এমনকি কোনো কাজের জন্য প্রশিক্ষণও নিচ্ছেন না। মেয়েদের মধ্যে নিষ্ক্রিয়তার হার বেশি যা ৬১ দশমিক ৭১ শতাংশ। এ অবস্থায় দেশ নতুন ধরণের সংকটের দিকে এগুচ্ছে। অন্যদিকে নীতিহীন রাজনীতি আজ মানুষকে রাজনীতি বিমুখ করে হতাশ করে তুলেছে। এঅবস্থার পরিবর্তনে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তি একদলীয় শাসনের অবসান, মানুষের গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনজীবনের সংকট দূর করার সংগ্রাম অব্যাহত রাখবে। তিনি সচেতন দেশবাসীকে এই নীতিনীষ্ঠ শক্তির শক্তির সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র কেন্দ্রীয় নেতা শফিউর রহমান, সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ, গাজী নাওশের আলী, কোহিনুর আক্তার কনা, মিজানুর রহমান বাবু, আব্দুল ওহাব, মোজাম্মেল হক খান, আব্দুল হালিম, আব্দুল করিম, অশোক সরকার, গাজী আফজাল হোসেন, চিত্ত তালুকদার, প্রণয় মজুমদার, আনিসুর রহমান মিঠু, মোস্তফা খালিদ খসরু, রুহুল আমিন, মাসুম মনজুর, নিতাই পাল, মোহাচ্ছন্ন আলম লেনিন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, পাচারের টাকা ও খেলাপী ঋণ আদায়, এর সাথে জড়িতদের শাস্তি, আর্থিক খাতের দূর্নীতি, অবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে সারাদেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..