শিশু গৃহকর্মী প্রীতি উরাং হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক দম্পতির বাসায় নিয়োজিত মৌলভীবাজারের মির্তিংগা চা-বাগানের শিশু গৃহকর্মী প্রীতি উরাং হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং চা জনগোষ্ঠীর সার্বিক জীবনমানের উন্নয়নের দাবিতে মির্তিংগা চা বাগানে ১১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি এবং উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পুরণ উরাং। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, চা শ্রমিকদের ১০দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এস এম শুভ, বাসদ জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সাংবাদিক সিতারাম বিন, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, প্রীতি উরাং এর বাবা লোকেশ উরাং ও তার মা, উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক পুরণ উরাং সহ প্রীতির প্রতিবেশীরা। বিক্ষোভ সমাবেশ পরবর্তী কমলগঞ্জ উপজেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সুষ্ঠ বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করে উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শিশু প্রীতিকে স্কুলে পাঠানোর বদলে সাংবাদিক মিন্টু দেশোয়ারা মেয়েটিকে তার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে পাঠায়েছেন। তিনি প্রথমেই দেশের প্রচলিত আইনকে লঙ্ঘন করেছেন এবং সাথে সেখানে কাজের পরিবেশ ও নিরাপত্তা আছে কি না সেটারও কোন খোঁজ নেন নাই। সৈয়দ আশফাকুল হকের ঢাকার মোহাম্মদপুরের বাসার নবম তলা থেকে এর কয়েকমাস আগেও একটা শিশু গৃহকর্মী ফেরদৌসী লাফ দিয়ে পড়ে আহত হয়। মেয়েটির মা থানায় মামলা করলেও তার বিচার পান নাই। চা শ্রমিকদের এখন সময় এসেছে শুধু প্রীতির হত্যার বিচারেই আটকে থাকা নয়, বিচারের দাবিতে শক্ত আন্দোলন গড়ে তোলার সাথে চা শ্রমিকদের সামগ্রিক জীবন মানের উন্নয়নের জন্য তীব্র আন্দোলন চালিয়ে যাওয়া। আর কোন চা শ্রমিক সন্তান যাতে শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে। সাথে জীবন ও জীবিকার উন্নয়নে মজুরি বৃদ্ধির লড়াই আরও শক্তিশালী করতে হবে। প্রীতির বাবা-মা সমাবেশে বলেন, ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারার কথাবার্তার মাধ্যমে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসায় প্রীতি কাজের জন্য যায়। শুরু থেকেই পরিবারের পক্ষ থেকে তার তেমন খোঁজ খবর পাওয়া যেত না। প্রীতির মৃত্যুর দিন ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা শ্রীমঙ্গল আসতে বলে। শ্রীমঙ্গল যাওয়ার পর ঢাকায় মেয়ে মারাত্মক অসুস্থ বলে ঢাকায় নিয়ে যায়। ঢাকা যাওয়ার পর সরাসরি তাদের থানায় নিয়ে যায়। গিয়ে মেয়ের মৃত্যু সংবাদ শোনি। সেখানে মেয়ের মৃতদেহ নিয়ে বাড়ি চলে আসি। থানায় মামলা হয়েছে কিনা সেটা আমরা জানি না। আমরা আমাদের মেয়ে হত্যার বিচার চাই। প্রীতির রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে ঢাকায় মোহাম্মদপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং মৌলভীবাজারে নাগরিক সমাজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। মিরতিংগা চা-বাগানের শ্রমিকরা গত ১০ ফেব্রুয়ারি এক বিক্ষোভ সমাবেশে প্রীতির মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। বিক্ষোভ সমাবেশে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং মনু-দলই ভ্যালির সভাপতি, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও শ্রমিকরা অংশ নেন। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, বাড়ির অন্যান্য সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও, বাসার অভ্যন্তরে থাকা সিসি ক্যামেরার মেমোরি কার্ড খুজে পাওয়া যাচ্ছে না। প্রীতির মৃত্যু নিয়ে ইতিমধ্যেই জনমনে সংশয় তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন অংশ থেকে প্রীতি উরাং এর মৃত্যুর যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করা হয়েছে।
প্রথম পাতা
গণতন্ত্র রক্ষায় বাম-প্রগতিশীলদের ঐক্যের বিকল্প নাই
‘ছায়া’
হামলা-মামলার বিরুদ্ধে ময়মনসিংহে বামজোটের বিক্ষোভ সমাবেশ
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হচ্ছে
নারীর জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ নির্মাণে সংগ্রাম জোরদার করুন
কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে মব সন্ত্রাস বন্ধের আহ্বান সিপিবির
সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও ঊধ্বমুখি দাম অনেক পণ্যে
শ্রেণিদৃষ্টিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের চিত্তভূমি
খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান
ধর্ষণ-নিপীড়নকারী ও মব সন্ত্রাসীদের গ্রেপ্তার কর
বাঁওড় ইজারা বাতিল ও জেলেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..