সীমান্ত অরক্ষিত রাখা স্বাধীন সার্বভৌম দেশ ও জনগণের জন্য উদ্বেগজনক
একতা প্রতিবেদক :
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ও বিভিন্ন এলাকায় সৌন্দর্য্য বর্ধনের নামে বিকল্প সংস্থান ছাড়া রিকশা ও হকার উচ্ছেদ, আর্থিক সংকটের কথা বলে বিনা নোটিশে চাকরিচ্যুতি, চাকরি ছাড়তে বাধ্য করার পরিবেশ তৈরীর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাম জোটের নেতারা। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, আর সরকার নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। সরকারি অনেক পদ খালি রয়েছে, অথচ নিয়োগ দেওয়া হচ্ছে না। এ সময় সরকার কাজ দিতে না পারলেও স্ব-কর্মসংস্থান সৃষ্টিকারীদের উচ্ছেদ করে দেশে নতুন করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে, যার দায় সরকারকেই নিতে হবে।
মায়ানমারের সংকটে দেশের মধ্যে গোলাবারুদ এসে মানুষের নিহত হওয়া, সীমান্ত দিয়ে মিয়ানমারের মানুষ এমনকি অস্ত্রসহ মানুষের প্রবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এভাবে সীমান্ত অরক্ষিত রাখা স্বাধীন সার্বভৌম দেশের ও দেশের জনগণের জন্য উদ্বেগজনক। সরকারের নতজানু নীতি এ অবস্থা সৃষ্টি করেছে। সভায় সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ এবং এ বিষয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়। সভায় এ অঞ্চলে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান। গত ১২ ফেব্রুয়ারি সকাল দশটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে বাম গণতান্ত্রিক জোটের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাম গণতান্ত্রিক জোটের সভায় অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, পাচারের টাকা ও খেলাপি ঋণ আদায়, দায়ীদের শাস্তি, আর্থিক অবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল ও ব্যাংকের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় বাম জোট।
প্রথম পাতা
জাতীয় নির্বাচন নিয়ে কোনো অন্তরায় জনগণ মানবে না
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ কেন প্রকাশ নয়
হঠাৎ টিসিবির পণ্য বিক্রি বন্ধ বিপাকে অর্ধ কোটি পরিবার
বাঁওড়ের ইজারা বাতিল করে জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা চায় মৎস্যজীবীরা
শ্রমিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন কমরেড সহিদুল্লাহ চৌধুরী
সেচের পানি বিতরণে অনিয়ম-হয়রানি বন্ধ কর
কালু শাহ্ মাজারে হামলা-ভাঙচুরের ঘটনায় সিপিবির নিন্দা ও ক্ষোভ
বাড়লো জীবনযাপনে ব্যয়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ আদিবাসী পল্লীতে অগ্নিসংযোগ
‘উপহার’
Login to comment..