বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে মোডিশ গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ফতুল্লায় পুলিশ লাইন আয়রন মার্কেট এলাকায় অবস্থিত মোডিশ এ্যাটায়ার্স লিঃ কারখানার শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় তারা চাষাড়া শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২ টায় বঙ্গবন্ধু রোডে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। একই সাথে সংকট সমাধানে বিকেএমইএ সভাপতি বরাবর অভিযোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন মোডিশ গার্মেন্টসের শ্রমিক মোঃ সোহেল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক জাগরণ মঞ্চের নেতা জাহাঙ্গীর আলম গোলক, আব্দুস সবুর ও নারী শ্রমিক কাজল আক্তার প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিকরা দেশের প্রচলিত কোন আইন-কানুন মানে না। তারা আইন লঙ্ঘন করে ইচ্ছে খুশি মতো কারখানা পরিচালনা করছে। একজন শ্রমিক কোন কারখানায় এক মাস কাজ করার পর পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তার বেতন-ভাতা পরিশোধের কথা আইনে বলা থাকলেও মালিক তা তোয়াক্কা করে না। মোডিশ এ্যাটায়ার্স লিঃ এর মালিক প্রতি মাসে শ্রমিকদের বেতন-ভাতা প্রদানে টালবাহানা করে। এক মাসের বেতন আরেক মাসে দেয়। শ্রমিকরা বেতন চাইতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে গালিগালাজ করে এমনকি হুমকি ধামকিও দেয়। শ্রমিকদের চাকুরির নিয়োগপত্র, আইডি কার্ড দেয় হচ্ছে না। সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী কম বেতন দেয়া হচ্ছে। নভেম্বর ও ডিসেম্বর ২০২১ দুই মাসের বেতন বকেয়া পড়েছে পরিশোধ করা হচ্ছে না। বেতন চাইতে গেলে শ্রমিকদের সাথে অসদাচরণ করে। গালিগালাজ করে এমনি গায়ে হাত তুলে। মালিক কর্তৃপক্ষের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও আইনি অধিকার বাস্তবায়নের আহ্বান জানান। তারা আরো বলেন, সংকট সমাধানে শ্রমিকদের পক্ষ থেকে বিকেএমইএ এর সভাপতি বরাবর অভিযোগ দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা হবে। এই আশ্বাস নিয়ে শ্রমিকরা বাড়ি ফিরে গেছে। তবে ২ জানুয়ারি সকাল ১০ টার মধ্যে সন্তোষজনক কোনো সমাধান না পেলে নেতৃবৃন্দ লাগাতার আন্দোলন করার ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..