করোনা প্রতিষেধক না নিলে কঠোর পদক্ষেপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : উপযুক্ত কারণ ছাড়া যেই সব নাগরিকরা করোনা প্রতিষেধক নিচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মালয়েশিয়া প্রশাসন। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যারা প্রতিষেধক নেবে না তাদের নিয়মিত করোনা পরীক্ষা করাতে হবে। তার কথায় কোনো নাগরিক যদি প্রতিষেধক না নেয় তবে তারা তার জীবন যাপন কঠিন করে তুলবে। মন্ত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট সরকারের মনোভাব। প্রতিষেধক না নিলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথাও উল্লেখ করেছে সরকার। মালয়েশিয়া প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে স্কূল শিক্ষক, বেসরকারি সংস্থার কর্মীদের জন্য প্রতিষেধকের ডোজ আবশ্যক। এদিকে দেশে ক্রমশ বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সমস্যা সমাধানে ৭দিনের ছুটি ঘোষণা করল রাশিয়া প্রশাসন। ক্যাবিনেটের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ৭দিনের ছুটিতে পাঠানো হচ্ছে দেশের মানুষকে। অদূর ভবিষ্যতে কোভিডকে শায়েস্তা করা না গেলে ছুটির মেয়াদ যে বাড়বে তা বলাই বাহুল্য। এক বিবৃতিতে পুতিন রাশিয়ার সাধারণ মানুষকে স্বেচ্ছায় কোভিড টিকা নেওয়ার আবেদন জানান। একইসঙ্গে মারণ ভাইরাসকে পরাজিত করতে সাধারণ মানুষকে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান পুতিন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..