কমরেড জসিমউদ্দীন মণ্ডলের স্মরণসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

কমরেড জসিম উদ্দিন মণ্ডলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্টি পার্টি ঈশ্বরদী পৌর শাখার উদ্যেগে ২ অক্টোবর সকাল ৮টায় তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি শওকত আলী, জসিম মণ্ডলের মেয়ে আসমা আলম, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, বাংলাদেশ কৃষক সমিতি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মণ্ডল, ডা. অলোক মজুমদার, জাকিরুর মওলা সুমন, শাহ রিপন, সজল মাষ্টার। সকাল ১০টায় সিপিবি পাবনা জেলা কমিটি, ঈশ্বরদী নাগরিক কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, উদীচী শিল্পগোষ্ঠী প্রমুখ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগকির কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা মিলন, সাংবাদিক মাহবুবুল হক দুদু, উপজেলা কৃষক লীগের নেতা মুরাদ মালিথা প্রমুখ। সভা পরিচালনা করেন নাগারিক কমিটির সদস্য সচিব, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, পরিবারের পক্ষ থেকে পশ্চিম টেংরী সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। বগুড়া : ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গরিব মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড জসিমউদ্দীন মণ্ডলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গত ২ সেপ্টেম্বর বিকাল চারটায় ঐতিহাসিক সাতমাথায় সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড জসিমউদ্দীন মণ্ডল একজন পেশাদার বিপ্লবী ছিলেন। তিনি গরীব মেহনতি মানুষের মুক্তির জন্য আমৃত্যু লড়াই করেছেন। তিনি পুঁজিবাদী সমাজব্যবস্হার কবর রচনা করে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন। পুঁজিবাদ ধনীক শ্রেণির সমাজব্যবস্থা, শোষণ, লুণ্ঠন, মুনাফা ছাড়া সে কিছুই বুঝে না। পুঁজিবাদ একটি অমানবিক সমাজব্যবস্থা। প্রয়াত কমরেড জসিমউদ্দীন মণ্ডল গরিব এবং মেহনতি মানুষের দাবি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন বারবার জেলে গেছেন, আত্মগোপনে থেকেছেন তবুও আপোষ করেননি। আত্মসমর্পণ করেন নাই, কখনো আদর্শচ্যুত হোন নাই। তিনি বিশ্বাস করতেন সমাজতন্ত্র সাম্যবাদ ছাড়া গরিব মেহনতি মানুষের মুক্তি নেই। নেতৃবৃন্দ আরো বলেন, কমরেড জসীমউদ্দিন মণ্ডলের আদর্শ এবং পথ গরিব মেহনতি মানুষের মুক্তির পথ। বাংলাদেশের শাসকগোষ্ঠী বুর্জোয়াদের প্রতিনিধিত্ব করে তাদের স্বার্থ রক্ষা করে। ধনীক শ্রেণির রাজনৈতিক দল দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। মুক্তবাজার অর্থনীতি, সাম্রাজ্যবাদ নির্ভরতা, হেফাজত তোষণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠা কমরেড জসিমউদদীন মন্ডলের

স্বপ্ন বাস্তবায়নের একমাত্র পথ। স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আমিনুল ফরিদ, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে ফজলুর রহমান এবং মতিয়ার রহমান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বগুড়া জেলা শাখার অন্যতম সদস্য আমিনুল ইসলাম, সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. দুলাল কুন্ডু, বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি অ্যাড. লুৎফর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি যুবনেতা সাজেদুর রহমান ঝিলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত স্মরণসভা সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ। শেরপুর : এছাড়া বগুড়ার শেরপুরে বীর মুক্তিযোদ্ধা কমরেড হরি শংকর সাহার সভাপতিত্বে কমরেড জসিমউদ্দিন মণ্ডলের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর পৌর কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাঁর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, শহর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে, সদস্য গৌতম কুমার দে, সদস্য দীলিপ দত্ত, প্রভাত মাষ্টার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সহসভাপতি কমরেড আব্দুস সামাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। খুলনা : ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধা কিংবদন্তী কমিউনিস্ট নেতা কমরেড জসিম উদ্দীন মণ্ডলের ৪র্থ মৃত্যুবার্ষিকী গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় সিপিবি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কিংশুক রায়, শাহিনা আক্তার, সিপিবি মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাসদ নেতা আব্দুল করিম, খুলনা গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাড. সুব্রত কুণ্ডু, অ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল, সিপিবি নেতা সরকার ভূষণ চন্দ্র তরুণ, যুব ইউনিয়ন খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক জামসেদ হাসান জিকু, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড় প্রমুখ। সভার শুরুতে প্রয়াত কমরেড জসিম উদ্দীন মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, জসিমউদ্দীন ছিলেন আপদমস্তক কমিউনিস্ট। তিনি শোষণহীন সমাজ ব্যবস্থার লড়াইয়ে অকুতোভয় লড়াকু সৈনিক ছিলেন এবং আজীবন সেই ধারণা ধারণ ও লালন করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করে অনুসরণ করতে হবে। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..