কয়রায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
কয়রা উপজেলার মদিনাবাদ ফুলতলা বাজারে গত ৩ জুন বেলা ১১ টায় লবণ পানি প্রতিরোধ ও স্থায়ী বেড়ীবাধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাস্টার মো. আলাউদ্দীন হোসেনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষক নেতা মো. আফজাল হোসেন, সিপিবি কয়রা উপজেলা কমিটির সভাপতি বাবু ধিরাজ বসু, মো. মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, সহিল উদ্দীন মোল্যা, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন হাওলাদার, রইজুল ইসলাম মোল্যা, আশরাফ আলী গাজী, শাহাবুদ্দিন সানা, আনারুল ইসলাম, কামরুল ইসলাম মোল্যা, নজির আহমেদ, আল আমিন, সোহরাব হোসেন ও রাসেলসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ। গত ২৬ মে ঘুর্ণিঝড় ইয়াসের আঘাতে মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও পবনার বেড়ীবাঁধ ভেঙ্গে মহারাজপুর, বাগালী ও কয়রা সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা লবণ পানিতে ডুবে যায়। ৩৪ টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এলাকায় খাদ্য, খাবার পানি ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে। প্লাবিত দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ সহায়তা, অবৈধ মৎস্য ঘের বন্ধ ও টেকসই স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..