উদীচী
রাজশাহীতে উদীচীর প্রতিবাদ সভা
সুনামগঞ্জের শাল্লার নোয়া গ্রামে হামলা, লুটপাটে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে গত ২০ মার্চ রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করে। উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সঞ্জায় কুমার, সোমা ভৌমিক, হসরাত জাহান সাথী, শিউলী মারান্ডী প্রমুখ।
বক্তারা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলে দিয়ে মৌলবাদী হেফাজতীদের প্রশ্রয় দেওয়ার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন। বক্তারা অবিলম্বে শাল্লার নোয়াগ্রামে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি
Login to comment..