‘প্রতিবাদ দমনেই সভা-সমাবেশ নিষিদ্ধ’
একতা প্রতিবেদক :
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ এক বিবৃতিতে স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে ভারতের উগ্র সাম্প্রদায়িক আরএসএস ও বিজেপি নেতা গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশ অবরুদ্ধ করায় এবং মোদীর সফরের প্রতিবাদকারী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বামপন্থী ছাত্র-যুব সমাজ-জনসাধারণের ওপর রাষ্ট্রীয় দমন-নির্যাতন-গ্রেপ্তার ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। একইসঙ্গে এই উপমহাদেশ ঘিরে মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির অপতৎপরতায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
২৭ মার্চের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেক্যুলার চিন্তা নিয়ে যে বাংলাদেশের সৃষ্টি সেই দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হিন্দুত্ববাদের শিরোমনি, গুজরাট গণহত্যার প্রধান হোতা নরেন্দ্র মোদীকে স্বাধীনতা দিবসে সম্মানিত অতিথি করায় মুক্তিযুদ্ধের চেতনা, ৩০ লাখ শহীদকে চরমভাবে অবমাননা করা হয়েছে। দেশের বিবেকবান মানুষ, ছাত্র-যুব সমাজ ও প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রথম থেকেই এই সফরের বিরোধিতা করে তা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু সরকার তা না করে উল্টো জনগণের প্রতিবাদী কন্ঠস্বর দমন করতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে কার্যত সারাদেশের মানুষকে অবরুদ্ধ করে রেখেছে। যারাই প্রতিবাদ করছে সেই বাম-প্রগতিশীল রাজনৈতিক শক্তি, ছাত্র-যুব সমাজসহ সকলের ওপর রাষ্ট্রীয়ভাবে চরম দমন-নির্যাতন ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে। যা রাষ্ট্রের স্বৈরাচারি ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের এমন ন্যাক্কারজনক তাঁবেদারি ও গণবিরোধী ফ্যাসিস্ট পদক্ষেপের পটভূমিতে এ দেশের উগ্র সাম্প্রদায়িক অপশক্তি তাদের দুরভিসন্ধিমূলক তৎপরতায় নেমে পড়েছে। এসব শক্তিকে সরকার আসকারা ও মদদ দিয়ে মাথায় তোলার আত্মঘাতী পথ অনুসরণ করছে। তাদেরকে আদর্শিক, সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার বদলে দমন-পীড়ন চালিয়ে সরকার প্রকারান্তরে তাদের তৎপরতাকে জনপ্রিয় করার ক্ষেত্রে ইন্ধন জোগাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা করছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সকল মানুষের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে পালিত হওয়ার কথা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে যেমন কালিমালিপ্ত করা হয়েছে, তেমনি দেশের মানুষকেও অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে। নেতৃবৃন্দ ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি বিজেপি ও আরএসএস নেতা নরেন্দ্র মোদীকে তাদের দেশের হীন নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে ব্যাবহার করারও কঠোর সমালোচনা করেন। নেতৃবৃন্দ প্রতিবাদী মানুষের ওপর রাষ্ট্রীয় ও সরকার দলীয় দমন-নির্যাতন বন্ধ ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
প্রথম পাতা
হাওরের কৃষি : ‘অধিক ফলন-কম দাম’ সংকট থেকে মুক্তির পথ
বকেয়া মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি
সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণে জনস্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখায় সিপিবি’র ক্ষোভ
‘শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে যথাসময়ে’
‘শ্রমজীবী মানুষের স্বাস্থ্য, খাদ্য ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করুন’
সিপিবি সুহৃদ মিতা হকের মৃত্যুতে শোক
Login to comment..