পুরুষতন্ত্র-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে হবে
নারী দিবসের আলোচনা সভায় সেলিম
একতা প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নারী সেলের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গত ৫ মার্চ বিকাল ৩টায় ‘নারীর প্রতি সহিংসতা ও শোষণ -বৈষম্য রুখো, সমাজতন্ত্রের লড়াই অগ্রসর করো’ এই শ্লোগানকে সামনে রেখে একটি র্যালি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সচিবালয় প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃিতক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সিপিবি কেন্দ্রীয় নারীসেলের আহবায়ক লক্ষী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নারীর প্রতি বিদ্যমান নানা বৈষম্য ও নীপিড়নের তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নারীকে দুইটি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়- এক হলো বিদ্যমান শোষণ নীপিড়নের বিরুদ্ধে, আরেকটি হলো পিতৃতান্ত্রিক ব্যবস্থার কিরুদ্ধে। তিনি আরও বলেন-দেশে যখন গণতন্ত্র থাকে না সমাজে তখন শোষণ নিপীড়ন বাড়তেই থাকে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নারী সমাজ। যার কারণে আজকে বাংলাদেশে যে কোনো সময়ের চেয়ে নারী নির্যাতন খুন-ধর্ষণ ও শিশু হত্যা ভয়াবহ আকরে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই দেশের, কোনো না কোনো প্রান্তে নারী ও শিশুরা খুন-ধর্ষণের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেন, নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক মতাদর্শিক লড়াই। সমাজে নারীর অবস্থান কি হবে তা আসলে নির্ভর করে নারীর প্রতি রাষ্ট্রের কি দৃষ্টিভঙ্গী তার উপর। পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করে, মৌলবাদ নারীকে আরও অধীনস্ত করে তুলে। এ দুইই সমানভাবে নারীমুক্তি ও নারীর সমঅধিকারের বিরোধী শক্তি, কাজেই এ দ‘ুয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে যা প্রকারান্তরে সমাজ পরিবর্তনের লড়াই।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদা আক্তার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, কৃষক নেত্রী লাকী আক্তার, কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাড. আইনুন্নাহার লিপি, নারীনেত্রী শাহানারা বেগম।
বক্তারা বলেন, সারাবিশ্বে সমাজতান্ত্রিকরাই আন্তর্জাতিক নারী দিবসের সূচনা করে। নারীশ্রমিকদের ন্যায্য মজুরি-ও ন্যায্য শ্রমঘণ্টা প্রতিষ্ঠার লড়াইই আজ সারা বিশ্বের নারীমুক্তির আন্দোলনের প্রেরণার উৎসে পরিণত হয়েছে।
বক্তারা আরও বলেন, বিদ্যমান আইনী কাঠামোতে নারীর সমঅধিকার চরমভাবে অবহেলিত। রাষ্ট্রে বিচারহীনতা ও জবাবদিহিতার অভাব, সর্বোপরি গণতন্ত্রহীনতার কারণে নারী-নির্যাতন-শোষণ ক্রমাগত বেড়েই চলছে। পুঁজিবাদ নারীদিবসের তাৎপর্যকে ভিন্ন ধারায় একটি সাধারণ আনন্দ উদযাপনে পরিণত করেছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। কাজেই নারীমুক্তির লড়াই এবং সমাজ পরিবর্তনের লড়াই সমানভাবেই অগ্রসর করতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিবাদী সংগীত ও কবিতা আবৃত্তি করেন শিল্পী আক্তার, পুষ্পিতা ও অন্যন্য শিল্পীবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন নারী সেলের সদস্য তাহমিনা ইয়াসমিন নীলা। সবশেষে সমবেত কন্ঠে কমিউনিষ্ট ইন্টারন্যাশনাল গাওয়া হয়।
প্রথম পাতা
হাওরের কৃষি : ‘অধিক ফলন-কম দাম’ সংকট থেকে মুক্তির পথ
বকেয়া মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি
সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণে জনস্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখায় সিপিবি’র ক্ষোভ
‘শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে যথাসময়ে’
‘শ্রমজীবী মানুষের স্বাস্থ্য, খাদ্য ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করুন’
সিপিবি সুহৃদ মিতা হকের মৃত্যুতে শোক
Login to comment..