নিউইয়র্কে উদীচী জ্যামাইকা শাখা আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জ্যামাইকা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আঞ্চলিক শাখা গঠন কর্মসূচীর ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উদীচী সংগঠক ইসতিয়াক আহমেদ রানা’র সঞ্চালনায় ও কানন চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ থেকে উপস্থিত ছিলেন যথাক্রমে উদীচী, বৈদেশিক শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাঃ রফিকুল হাসান জিন্নাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য, বৈদেশিক শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৈদেশিক শাখার সদস্য সচিব, উদীচী, ফ্রান্স সংসদ এর সভাপতি কিরণময় মণ্ডল। সভায় জ্যামাইকায় বসবাসরত বেশ কয়জন সাংস্কৃতিক কর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একটি অসাম্প্রদায়িক, শোষণহীন ও মানবিক বিশ্ব গড়ে তোলার জন্য উদীচী’র লড়াই অব্যাহত রাখতে হবে। দেশে ও বিদেশে সমানে উদীচী’র চেতনা ছড়িয়ে দিতে হবে। আরো বেশি মানুষকে নতুন নতুন শাখা গঠনের মাধ্যমে আমাদের আন্দোলনে যুক্ত করতে হবে। সভায় স্বৈরাচার প্রতিরোধ দিবসের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আগামী দিনে জ্যামাইকায় বাঙালি কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে একটি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের আওতায় উদীচী জ্যামাইকা শাখা গঠনের লক্ষ্যে সভায় একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উদীচী কর্মী কানন চক্রবর্তীকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা ও সংস্কৃতি কর্মী ইশতিয়াক আহমেদ রানা ও হিরো চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে নব গঠিত কমিটির শিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি
Login to comment..