বজলুর রশিদ ফিরোজের মায়ের মৃত্যুতে বাম জোটের শোক
একতা প্রতিবেদক :
বাম গণতান্ত্রিক জোটের শীর্ষনেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজের মা আমেনা বেগম গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩.৪৫টায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এক বিবৃতিতে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, আমেনা বেগম এদেশের শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের একজন অকৃত্রিম সুহৃদ ছিলেন। তার মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনীতির কর্মীরা একজন অভিভাবক হারালেন।
বিবৃতিতে প্রয়াত আমেনা আহমেদের স্বজন এবং তার বৃহত্তর রাজনৈতিক পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।
Login to comment..