১০ মাসে কোভিডে মৃত্যু ৫ হাজার আত্মহত্যা ১১ হাজার
একতা প্রতিবেদক :
করোনাভাইরাস মহামারীতে দেশে গত ১০ মাসে ৫ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে, ওই একই সময়ে আত্মহত্যা করেছেন ১১ হাজারের বেশি মানুষ।
পরিসংখ্যান ব্যুরোর চলমান এক জরিপে চলতি অর্থবছরের ১০ মাসের তথ্য বিশ্লেষণ করে গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
১৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘স্টেকহোল্ডার (মিডিয়া) কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক এক কর্মশালায় ইয়ামিন চৌধুরী বলেন, যে বিষয়টা সামনে আসে, গণমাধ্যম সে বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়, তখন অন্য বিষয় পেছনে পড়ে যায়।
‘আমাদের ধারণা ছিল যে কোভিডের সময় কোভিডেই বেশি মানুষ মারা যাচ্ছে, অন্যান্য রোগে কম মারা যাচ্ছে। কিন্তু পরে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে,’ বলেছেন তিনি।
আগের অর্থবছরের ১০ মাস এবং চলতি অর্থবছরের ১০ মাসের তথ্য নিয়ে পর্যালোচনা করে ইয়ামিন কোভিড-১৯ এ মৃত্যুর তুলনায় আত্মহত্যায় দ্বিগুণেরও বেশি মৃত্যুর এ তথ্য দিয়েছেন।
মহামারীর মধ্যে এই ১০ মাসে দেশে শুধু হার্ট-অ্যাটাক, হার্ট-ফেইলিওর ও হৃদরোগে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যুর তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে আট লাখ লোক আত্মহত্যা করেন। মৃত্যুর হার প্রতি লাখে ১৬ জন।
২০১৪ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের এক গবেষণায় বলা হয়, বাংলাদেশে গড়ে প্রতিদিন ২৮ জন মানুষ আত্মহত্যা করেন? তাতে বছরে মোট সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ২০০ জনের বেশি।
অন্যদিকে পুলিশ সদর দপ্তরের হিসাবে প্রতিবছর গড়ে ১০ হাজার
মানুষ ফাঁসিতে ঝুলে ও বিষ খেয়ে আত্মহত্যা করেন? এর বাইরে ঘুমের ওষুধ খাওয়া, লাফিয়ে পড়া, রেললাইনে ঝাঁপ দেওয়ার মত ঘটনাও থাকে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ১০ মাসেই প্রায় ১১ হাজার মানুষের আত্মহত্যার যে তথ্য দিয়েছেন, তাতে মহামারীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
গতবছরের মার্চে বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ১৯ ফেব্রয়ারি পর্যন্ত সরকারি হিসেবে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৩৭ জনের।
প্রথম পাতা
শ্রমিকরা সরকার-রাষ্ট্রযন্ত্রের ভয়ংকর থাবার মুখে
মানুষের কণ্ঠরোধ করতেই এমন হত্যাকাণ্ড
কালো আইনে কারাগারে লেখকের মৃত্যু
‘ফ্যাসিবাদের পদধ্বনি; প্রতিরোধ সংগ্রামই একমাত্র পথ’
করোনায় বিশ্বে মৃত্যু ২৫ লাখ ছাড়াল
অনলাইনেও শিশুরা যৌন নির্যাতনের শিকার
শ্রমজীবী মানুষের টিকা নিবন্ধনে সহায়তা ছাত্রদের
চলে গেলেন সৈয়দ আবুল মকসুদ, সিপিবি’র শোক
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু ২৭ মার্চ থেকে
ব্যাংকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে সিপিবি’র শোক
তাজুল হত্যার ৩৭ বছর
‘নারাজ’
Login to comment..