বাম গণতান্ত্রিক জোট
বাম গণতান্ত্রিক জোট খুলনা’র সভা
বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির এক সভা গত ১৮ জানুয়ারি বিকেল ৫টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। সভায় বক্তব্য রাখেন– সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. বাবুল হাওলাদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য আল আমিন শেখ প্রমুখ।
সভায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান ও বাণিজ্য চুক্তি বাতিল, পাটকল, চিনিকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, আলীম জুট মিলের ৬৪ সপ্তাহের বিল প্রদান, দৈনিকভিত্তিক-বদলী পাটকল শ্রমিকদের সঠিক হিসাব অনুযায়ী বকেয়া প্রদান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রকে অন্যায়ভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি
Login to comment..