স্মরণসভা
গৌরীপুরে কমরেড মণি সিংহের স্মরণসভা
বাংলাদেশ কৃষক সমিতির গৌরীপুর উপজেলা কমিটির উদ্যোগে গত ১ জানুয়ারি বিকাল ৩টায় কমরেড মণি সিংহের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষক সমিতির উপজেলা কমিটির সভাপতি লুৎফর রহমান এবং সভা পরিচালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির। সভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমরেড মণি সিংহের ও কৃষক সমিতির এককালীন সাংগঠনিক সম্পাদিকা প্রয়াত কমরেড অনিমা সিংহের সুযোগ্য পুত্র দিবালোক সিংহ্। আরো বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি আবির, উদীচীর উপজেলা সম্পাদক ওবায়দুর রহমান, ক্ষেতমজুর নেতা ডাঃ শহীদুল্লাহ্, ক্ষেতমজুর সমিতির কেন্দুয়া উপজেলা কমিটির সভাপতি ডাঃ আবুল কাশেম, সিপিবির গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, কৃষক সমিতির ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জমান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসন।
সভায় কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং করোনায় জীবন কেড়ে নেয়া কৃষক নেতা আবুল হাসেম ও অন্যান্যদের স্মৃতির প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে সভাপতি প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘেষণা করেন। বিজ্ঞপ্তি
মাস্টারদা সূর্যসেন ও তারেকেশ্বর দস্তিদারের স্মৃতি সংরক্ষণের দাবি
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তারেকেশ্বর দস্তিদারের ফাঁসি দিবসে গত ১২ জানুয়ারি চট্টগ্রাম নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে স্থাপিত আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, টুটন দাশ, রাশিদুল সামির, মিটুন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, মাস্টারদার দেখানো পথে বিপ্লবী তৎপরতায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে। পাকিস্তানি শাসকদের এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের মুক্তিকামী জনগণ। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক ও শোষণ বৈষম্যহীন রাষ্ট্র আজো আমরা পাইনি।
নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িও দখলের চেষ্টা চলছে। এটি নিঃসন্দেহে আমাদের ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি ও প্রগতিশীল চেতনার উপর আঘাত। অবিলম্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সরকারি ভবনটি অধিগ্রহণ করে সংরক্ষণ করা হোক।
বক্তারা আরো বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড়েও এখনো কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। যুব বিদ্রোহের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর উদ্যোগও নেওয়া হয়নি। তরুণ প্রজন্মের কাছে ব্রিটিশবিরোধী আন্দোলনের সোনালী অতীত এখনো অজানা। সব স্তরের পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। ইতিহাস রক্ষা এবং মাস্টারদা সূর্যসেন, তারেকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তসহ বিপ্লবের মহানায়কদের স্মরণে বন্দর নগরীর প্রধান সড়কগুলোর নামকরণের দাবি জানানো হয় উক্ত সমাবেশে। বিজ্ঞপ্তি
অমর সেনের মৃত্যুবার্ষিকীতে সিপিবির শ্রদ্ধা জ্ঞাপন
কমরেড অমর সেনের ৫৩তম মৃত্যু দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা এবং ফতেয়াবাদের শাখার পক্ষ থেকে তাঁর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পার্টির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সম্পাদক অধ্যাপক অশোক সাহা, অজয় সেন, ফতেয়াবাদ শাখার অধ্যাপক ত্রিদিব চৌধুরী, আশিষ ঘোষ, দেবাশীষ পাল, তরিৎ দাশ বাবু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ১১ জানুয়ারি পাকিস্তানি সামরিক স্বৈরশাসক আইয়ুব শাহীর হুলিয়া মাথায় নিয়ে আত্মগোপনাব্স্থায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার প্রাক্তন সম্পাদক কমরেড অমর সেন বসন্ত রোগে আক্রান্ত হয়ে হাটহাজারী ফতেয়াবাদ গ্রামে মৃত্যুবরণ করেন। প্রতিবছর তাঁর কর্মময় সংগ্রামী জীবনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বিজ্ঞপ্তি
কমরেড হারুন অর রশিদ লিটন স্মরণে শোকসভা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গফরগাঁও উপজেলা কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, প্রয়াত কমরেড হারুন অর রশিদ লিটন স্মরণে গত ২২ জানুয়ারি বিকাল ৩ টায় ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।
সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সভাপতি আজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে শোক সভায় প্রয়াত কমরেডের জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, প্রয়াতের সহধর্মিণী সাজেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন সুবল, সিপিবি ভালুকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জুলফিকার আলী ভুট্টো, সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুস সালেহীন, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর প্রমুখ।
বক্তারা প্রয়াত কমরেড হারুন অর রশিদ লিটনের জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কমরেড লিটনের জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণমুক্ত গণতান্ত্রিক দেশে ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে। বিজ্ঞপ্তি
অমল সেনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার উদ্যোগে গত ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সিপিবি কার্যালয়ে উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, তে’ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী প্রয়াত কমরেড অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন– সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেত্রী অরুণা চৌধুরী, সুতপা বেদজ্ঞ, কৃষক সমিতি খুলনা জেলা সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, নাগরিকনেতা অ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ইউসিএলবি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ নেতৃবৃন্দ।
অপর দিকে একই দিনে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের সফল মুখ্যমন্ত্রী প্রখ্যাত কমিউনিস্ট নেতা প্রয়াত কমরেড জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি
আয়শা খানমের স্মরণসভা
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমৃত্যু লড়াই করা নারী আন্দোলনের অক্লান্ত যোদ্ধা মানবাধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম গত ২ জানুয়ারি প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গত ১৮ জানুয়ারি, সোমবার বিকাল ৩.৩০ টায় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে।
সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনার সঞ্চালনায় ও জেলা সভানেত্রী শোভাপালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় সংগঠনের পক্ষে সদস্য নবনীতা রায় বর্মণ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই রবীন্দ্রসংগীত পরিবেশন করে শ্রদ্ধা জানান। আয়শা খানমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা নন্দিতা গুহ, প্রাক্তন সাধারণ সম্পাদক নেলী আক্তার, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা প্রদ্যোৎ নাগ, তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব এডভোকেট নাসির মিয়া, ঐক্য ন্যাপের সভাপতি প্রবীর দেব, জাসদ নেতা জিয়া কারদার নিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন নেতা সাহেদ এবং ছাত্র মৈত্রী নেতা ফাহিম মুনতাসির। বিজ্ঞপ্তি
Login to comment..