চসিক নির্বাচনে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইমতিয়াজ সবুজ বলেন গতানুগতিক ধারার উন্নয়নে বিশ্বাসী নন তিনি। তিনি এলাকায় বেকার যুবকদের জন্য নানামুখী কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের জীবন বদলে দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি ভোটারদের প্রতি কালোটাকায় প্রভাবিত না হওয়ার আহবান জানান।
গত ১৬ জানুয়ারি বিকেলে ইমতিয়াজ সবুজের টিফিন ক্যারিয়ার মার্কার সমথর্নে বি ব্লকে নিবার্চনী কার্যালয় থেকে এক গণমিছিল বের করা হয়।
মিছিল নির্বাচনী এলাকায় গণসংযোগ করে এসে এস ক্লাব মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
উক্ত সভায় তিনি আরো বলেন, কালো টাকা ও দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কিছু প্রার্থী নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কাই করছেন না বলে অভিযোগ করেন। তিনি বলেন, মনে হয় এই সব দেখার কেউ নেই। ঐ নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা নূরুচ্ছাফা ভূঁইয়া ও দিলিপ নাথ, সাবেক ছাত্র নেতা এস এম মামুন, ছাত্র নেতা এ্যানি সেন ও ইমরান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি