কাবুলে ২ নারী বিচারককে হত্যা
একতা বিদেশ ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলে আততায়ীর গুলিতে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারকের মৃত্যু হয়েছে। ১৭ জানুয়ারি স্থানীয় সময় সকালে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তারা।হামলায় তাদের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
এদিকে, এই হত্যাকাণ্ডকে দেশজুড়ে চলমান সহিংসতার অংশ বলছে সরকারি কর্তৃপক্ষ। আফগানিস্তান থেকে আড়াই হাজার মার্কিন সেনা তুলে নেওয়া হচ্ছে - পেন্টাগনের এমন ঘোষণার দুই দিন পরেই এ হামলার ঘটনা ঘটলো। ওদিকে, হামলার সঙ্গে জড়িতদের এখনো আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে, দেশটিতে সক্রিয় কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি।
এর আগে, ২০১৭ সালে আফগানিস্তানের সুপ্রিম কোর্টে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয় এবং আহত হয়েছিলেন ৪০ জনের বেশি মানুষ।
Login to comment..