বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে টিকা দিতে হবে
২৫ জানুয়ারি বিক্ষোভ
একতা প্রতিবেদক :
করোনাভাইরাসের টিকা নিয়ে বাণিজ্য না করে বিনামূল্যে সকলকে টিকা দেওয়ার ব্যবস্থার দাবিতে ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
গত ১৭ জানুয়ারি পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউসিএলবি’র নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত প্রায় এক বছর ধরে সারা বিশ্বের মানবজাতি এক ঘোর অমানিষার মধ্যে দিনাতিপাত করছে। করোনা এরই মধ্যে ২০ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় নানা রকমের প্রতিষেধক আবিস্কৃত হয়েছে। অন্যান্য দেশের সরকার তাদের দেশের জনগণের জীবন সুরক্ষায় উৎস থেকে টিকা সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশে সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দিয়েছে সরকারের এক উপদেষ্টার ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকোকে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন বাংলাদেশে আমদানির জন্য সরকার ভারত সরকারের সাথে জিটুজি চুক্তি না করে বেক্সিমকো ফার্মাকে সাথে নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রি-পক্ষীয় চুক্তি করেছে। সেরামের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ ২.৭৩ ডলার দামে কিনবে, আর বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশ সরকার কিনবে ৫ ডলারে। যার মাধ্যমে বেক্সিমকো ৫০০ কোটি টাকা ব্যবসা করে নেবে। সেরামের কাছে ভারত যে মূল্যে এই টিকা পাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে মূল্য দাঁড়াচ্ছে প্রায় দেড়গুণ (৪৭ শতাংশ) বেশি। অন্যদিকে বেসরকারিভাবেও বেক্সিমকো ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রি করবে, এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বাজারে বেক্সিমকো এর খুচরা মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার বা ১১২৫ টাকা। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে সরকারকে জানাতে চাই করোনা ভ্যাকসিন নিয়ে কোন বাণিজ্য চলবে না এবং বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে সকলকে করোনা ভ্যাকসিন দিতে হবে।
‘করোনা ভ্যাকসিন নিয়ে কোন বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাক্সিন দিতে হবে’ দাবিতে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৫ জানুয়ারি, সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে।
প্রথম পাতা
শ্রমিকরা সরকার-রাষ্ট্রযন্ত্রের ভয়ংকর থাবার মুখে
মানুষের কণ্ঠরোধ করতেই এমন হত্যাকাণ্ড
কালো আইনে কারাগারে লেখকের মৃত্যু
‘ফ্যাসিবাদের পদধ্বনি; প্রতিরোধ সংগ্রামই একমাত্র পথ’
করোনায় বিশ্বে মৃত্যু ২৫ লাখ ছাড়াল
অনলাইনেও শিশুরা যৌন নির্যাতনের শিকার
শ্রমজীবী মানুষের টিকা নিবন্ধনে সহায়তা ছাত্রদের
চলে গেলেন সৈয়দ আবুল মকসুদ, সিপিবি’র শোক
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু ২৭ মার্চ থেকে
ব্যাংকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে সিপিবি’র শোক
তাজুল হত্যার ৩৭ বছর
‘নারাজ’
Login to comment..