খেলাঘর
অরণি খেলাঘর
ও পাঠাগারের পুনর্মিলনী
পিরোজপুরের কামারকাঠিস্থ অরণি খেলাঘর আসর ও অরণি পাঠাগারের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী গত ৮ জানুয়ারি জলাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও অরণি পাঠাগারের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক রুপালী ব্যাংক কর্মকর্তা এম এ কুদ্দুস সেলিম।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মোমবাতি জ্বালিয়ে এবং অরণি খেলাঘর আসরের খুদে সদস্য ঈষিতা মিস্ত্রী কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অরণির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক, সাবেক সাহিত্য সম্পাদক পলি ঘোষ, সাবেক চারু ও কারুকলা সম্পাদক নিখিল মিস্ত্রী প্রমুখ। বিজ্ঞপ্তি
Login to comment..