
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক শোক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, দেশের নারী আন্দোলনের অন্যতম স্তম্ভ আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আয়শা খানম পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়নের নেত্রী হিসেবে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে গণসংগ্রামে অংশ নিয়েছেন এবং ’৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশকে মুক্ত করতে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশ ও জাতি তাঁর এই ভূমিকাকে চিরদিন স্মরণ রাখবে।
নেতৃবৃন্দ বলেন, নারীনেত্রী আয়শা খানম ছাত্র জীবনের পরবর্তী পুরো সময়টা এদেশের নিপীড়িত নারীদের মুক্তির লক্ষ্যে নিবেদিত ছিলেন। এদেশের নারীমুক্তি আন্দোলনের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ মহিলা পরিষদের নেতাকর্মী, সদস্য, শুভানুধ্যায়ী ও আয়শা খানমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মহিলা পরিষদের ৭ দিনের শোক: সভাপতি আয়শা খানমের মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ৩ থেকে ৯ জানুয়ারি সংগঠনের সব কার্যালয়ে সংগঠনের পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করতেও বলা হয়। এছাড়া ৩ থেকে ৫ জানুয়ারি সংগঠনের সব কার্যালয় বন্ধও রাখে তারা।
শান্তি পরিষদের শোক: নারী নেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শান্তি পরিষদ। পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে তারা বলেন, আয়েশা খানমের মৃত্যুতে দেশের নারীমুক্তি এবং প্রগতিশীল আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।