সরকার সম্পর্কে মনজুরুল আহসান খানের বক্তব্য সিপিবির নয়
৬ মাস উপদেষ্টার দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় সিপিবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খানের নামে প্রকাশিত একটি প্রবন্ধের একটি অংশের একটি প্যারায় এবং আরেকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন প্রকাশিত হয়েছে, তা সরকার সম্পর্কে সিপিবির দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন নয়। প্রবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত এই বক্তব্য বরং সরকার সম্পর্কে সিপিবির নীতি, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান, পার্টি-কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইন ধরেই সিপিবি অগ্রসর হচ্ছে এবং হবে। ‘নৈশকালীন ভোটের’ অনির্বাচিত অবৈধ সরকারের বিরুদ্ধে সিপিবি গণ-আন্দোলন গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে। কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর পাশাপাশি সিপিবি দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে সচেষ্ট রয়েছে এবং থাকবে।
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে রাজপথের লড়াইকে অগ্রসর করার জন্য সিপিবির পক্ষ থেকে নেতৃবৃন্দ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
৬ মাস উপদেষ্টার দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপদেষ্টা মনজুরুল আহসান খান কর্তৃক একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধের একটি অংশ ও অন্য একটি দৈনিক পত্রিকায় প্রদত্ত সাক্ষাতকারের বক্তব্য বর্তমান সরকার সম্পর্কে পার্টির দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সাথে সাংঘর্ষিক হওয়ায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি প্রেসিডিয়াম সভায় তাকে ৬ (ছয়) মাসের জন্য উপদেষ্টার দায়িত্বসহ পার্টির অন্যান্য দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
প্রথম পাতা
লুটেরা ধনিকদের লোলুপ দৃষ্টি থেকে চিনিকল বাঁচাতে হবে
রাষ্ট্রীয় চিনিকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালুর দাবি
ভোজ্যতেলের দামও চড়া
স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে
সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবি
গত বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক
বেতন ফি মওকুফসহ ৮ দফা দাবি ছাত্রদের
কেরালায় বামদের বিপুল জয়
বিভীষণ!
Login to comment..