উদীচী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
কানাডা উদীচীর অনলাইন সভা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ আয়োজিত ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনলাইন সভায় বক্তব্য রাখেন উদীচী ও স্থানীয় বিভিন্ন বন্ধুপ্রতিম সহযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ। কানাডা সংসদের পক্ষ থেকে সাংগঠনিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় সংসদ ও কানাডা সংসদ নির্বাহী সদস্য আজিজুল মালিক। আমন্ত্রিত ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও যুক্তরাজ্য সংসদের রফিকুল খান জিন্নাহ, প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-এর পক্ষ থেকে রানা দেবরায়, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা কানাডার আহ্বায়ক বিশিষ্ট শিল্পী শাহজাহান কামাল, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা কানাডার সভাপতি ইখতিয়ার ওমর, বিশিষ্ট সংগীত শিল্পী আলেয়া শরাফী, সাংস্কৃতিক কর্মী শিক্ষক শিউলী আজিম, শিল্পী ইলোরা আমিন, প্রাক্তন সভাপতি আজফর ফেরদৌস (কানাডা), সহ সভাপতি সৌমেন সাহা(কানাডা), সহ আরো অনেকে। সংসদের পৃষ্ঠপোষকদের মধ্যে বক্তব্য রাখেন জিসান আলী, জয়ন্ত সিনহা, জিয়া ভুঁহয়া, ও আতাউর রহমান। এছাড়াও উক্ত সভায় সংযুক্ত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের শিল্পী আক্তার, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস, উদীচী আটলান্টা যুক্তরাষ্ট্র সংসদের রুবিনা মাহফুজ শম্পা ও মোরশেদুল হাকিম শুভ্র, উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডল, আরো অনেকে। টরন্টো ছাড়াও কানাডার অন্যান্য অঞ্চলে বসবাসরত উদীচী কানাডার উপদেষ্টা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও কর্মী সংযুক্ত হয়েছিলেন। কানাডা সংসদের সহসভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী ড: মমতাজ মমতার গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহণ করেন কানাডাসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং বাংলাদেশের অংশগ্রহনকারীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন কেন্দ্রীয় সংসদের শিল্পী আক্তার, যুক্তরাজ্য শাখার নিলুফার খান জিনু, কানাডা সংসদের পক্ষে গণসংগীত করেন শিল্পী জয় দাশ, শিল্পী মৈত্রেয়ী দেবী, শিল্পী রীনা দেব (কানাডা), শিল্পী মুনমুন দেব ও পুষ্পিতা দেব (কানাডা), শিল্পী সুনীতি সর্দার (কানাডা), কিশোর শিল্পী অংকিতা সাহা এঞ্জেল, কিশোর নৃত্যশিল্পী সূচনা দাশ, সুকণ্যা দাশ ও অন্বিতা সাহা এমিলি। স্বরচিত কবিতা পাঠ করেন পারভেজ চৌধুরী (কানাডা), ড: ইকবাল (কানাডা) ও চয়ন দাশ (কানাডা)। কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং ‘উদীচী এমনই এক আয়না’ গণসংগীতটি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কানাডা সংসদের সাধারণ সম্পাদক মিনারা বেগম। সভাপতি অনলাইন অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের সাথে থাকার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি সাতক্ষীরায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দূর কর দুঃশাসন জনতা জেগেছে যে দুর্বার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। তারই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা জেলা সংসদ আয়োজিত ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুরেশ পান্ডের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, উদীচীর সহ সভাপতি, কবি ও অধ্যাপক সালেহা আক্তার, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু আফফান রোজবাবু, উদীচীর সহ সভাপতি ও সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, উদীচীর নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলি, কাজী মাসুদুল হক, নাট্য সম্পাদক ও টিভি অভিনেতা মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মুন্না, বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরার সভাপতি আরিফুজ্জামান আপন, সাকিবুর রহমান বাবলা, এড. সেলিনা আক্তার, কর্ণ বিশ্বাস প্রমুখ। এছাড়া গণসঙ্গীত পরিবেশন করেন, মোঃ আজিজ, ও রোজবাবু। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..