ঘূর্ণিঝড় আম্পানে নিহতদের প্রতি সিপিবি’র শোক, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক: ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলাসহ অন্যান্য জেলায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ২১ মে অনলাইনে অনুষ্ঠিত সিপিরি ‘কোভিড-১৯ রেসপন্স টিমে’র সভা থেকে এ দাবি জানানো হয়। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও অংশ নেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান। সভায় পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার প্রচার চালাতে গিয়ে নৌকা ডুবিতে নিহত ঘূর্ণিঝড় প্রস্তৃতি কর্মসূচি (সিপিপি)’র টিম লীডার, ৮০-র দশকে ছাত্র ইউনিয়ন,ক্ষেতমজুর সমিতি ও সিপিবি’র কর্মী, সৈয়দ শাহ আলমের প্রতি গভীর শ্রদ্ধা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। সভায় নেতৃবৃন্দ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে বলেন, উপকূলীয় জেলাসমূহে জলোচ্ছাসে বাঁধ ভেঙে মাছের ঘের, ধানী জমিতে লোনা পানি ঢুকে ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি, গাছাপালা, রাস্তাঘাট, গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়েছে। সাতক্ষীরা ও রাজশাহী অঞ্চলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ নিরপেক্ষভাবে এসব ক্ষয়ক্ষতি নিরুপণ করে দলমত নির্বিশেষে সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানান। নেতৃবৃন্দ একই সাথে জরুরি ভিত্তিতে রাস্তাঘাট ও বাঁধ মেরামত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..