খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস খুলনাবাসীর ন্যায্য ও প্রাণের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির উদ্যোগে এক জরুরি সভা ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন– সিপিবি নেতা নিতাই পাল, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব নেতা আফজাল হোসেন রাজু, অ্যাড. খান আজরফ হোসেন মামুন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, উজ্জ্বল বিশ্বাস, সরোয়ার আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, খুলনা-বিরতিহীন ট্রেন সার্ভিস খুলনাবাসীর ন্যায্য ও প্রাণের দাবি। এ সার্ভিসটি চালু হলে এ অঞ্চলের মানুষ যাতায়াতের ক্ষেত্রে সুবিধা ভোগ করবেন শুধু তাই নয়, বরং এ অঞ্চলের আমদানি-রপ্তানি এমনকি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে প্রতিদিন খুলনা-ঢাকা, ঢাকা-খুলনা অন্তত একটি করে বিরতিহীন ট্রেনের উপযোগিতা পরীক্ষিত। কারণ বর্তমানে অনেক সময় এক সপ্তাহ আগেও টিকিট পাওয়া যায় না। সুতরাং প্রতিদিন একটি সার্ভিস সময়ের দাবি। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..