ক্ষেতমজুর সমিতি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দের সাথে ক্ষেতমজুর সমিতির মতবিনিময় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দশম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ৩ ফেব্রুয়ারি মুক্তিভবনে অনুষ্ঠিত হয়। সোহেল আহমদের সভাপতিত্বে সভায় সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কৃষক সমিতির নিমাই গাঙ্গুলি, যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোবেল, সাপ্তাহিক একতা’র মোসলেম উদ্দিন, অনলাইন অ্যাক্টিভিষ্ট ডমিনিক ক্যাডেট, আহমদ তালাত। উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আব্দুল কাদের, রেল শ্রমিক নেতা সুখেন্দু সুত্রধর, কৃষক সমিতির সুকান্ত শফি কমল, জাহিদ হোসেন, লেখনী কম্পিউটারের নুরুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সহ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অর্ণব সরকার বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম নাদিম। সভায় দেশের সবচেয়ে বঞ্চিত শ্রেণী ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ আগামী ১২ ও ১৩ মার্চ কুমিল্লায় অনুষ্ঠিতব্য ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলন সফল করতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি চৌদ্দগ্রামে ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গত ৩ ফেব্রুয়ারি গঠন করা হয়। উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যন পরেশ কর ও কৃষক সমিতির সুজাত আলীসহ স্থানীয় ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। সভায় ডা. আবু নসরকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক ও রশিদা আক্তারকে সহ সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..